ফ্যাসিবাদ বিরোধীদের বিভেদ পতিত স্বৈরাচার ও তার দোসরদের লাভবান করবে – খেলাফত মজলিস
ভয়াবহ দাবানলে পুড়ছে লস এঞ্জেলেসের অভিজাত এলাকা!
ফয়সাল তুহিন ♦ লস এঞ্জেলেস, যুক্তরাষ্ট্র থেকে |
লস এঞ্জেলেসের অভিজাত এলাকায় স্মরণাতীতকালে ভয়াবহ দাবানল দেখা দিয়ে। এতে বিপর্যয়ের মুখে পড়েছে দুটি আবাসিক এলাকা। পুড়ছে লস এঞ্জেলেসের দুটি অভিজাত এলাকা হিসেবে পরিচিত , প্রশান্ত মহাসাগর সংলগ্ন উপশহর ব্রেন্টউড ও প্যাসিফিক প্যালাসাইড।
ব্রেন্টউড ও প্যালাসাইডের অধিকাংশ মাল্টিমিলিয়ন ডলারের বাড়িগুলি বন বনানীতে ঘেরা, যেখানে খুব কম সময়ই সূর্যের আলো প্রবেশ করতে সক্ষম। এই নিয়ে এবছর ক্যালিফোর্নিয়াতে পঞ্চম দফা দাবানলের সৃষ্টি হলো। বাতাসে পোড়া গন্ধ ছড়িয়ে পরেছে প্রায় ৩০ মাইল জুড়ে।
প্রতিবছরই সামার সিজনে ক্যালিফোর্নিয়ার কোথাও না কোথাও দাবানলের সৃষ্টি হয়। অধিকাংশ সময়ই পাহাড়ি বন বনানী পুড়ে নিঃশেষ হয়। গত বছর এই দাবানলে আরেক অভিজাত শহরের সহস্রাধিক বাড়িঘর ভষ্ম হয়, যেখানে রিটায়ার্ড অভিজাত শ্রেণীর মানুষজন বসবাস করতেন।