শিরোনাম :

  • শুক্রবার, ১৬ মে, ২০২৫

দিল্লীতে সহিংসতায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ জনে

নিজস্ব প্রতিবেদক: উগ্র হিন্দুত্ববাদীদের হিংসার আগুনে জ্বলছে ভারতের রাজধানী দিল্লি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের সময় শুরু হওয়া সংশোধিত নাগরিকত্ব আইনবিরোধী বিক্ষোভে হামলা চালায় আক্রমণকারিরা। সেখানে তারা মুসলিম নাগরিকদের খুঁজে খুঁজে আক্রমণ করে। মসজিদ, ঘরবাড়ি, দোকানপাট জ্বালিয়ে দেয়। এতে মৃতের সংখ্যা বাড়ছেই। মৌজপুর, ব্রহ্মপুরী, ভজনপুরা চক, গোকুলপুরী-সহ বিভিন্ন এলাকায় চলছে দফায় দফায় সংঘর্ষ। ভারতের রাজধানীতে হিংসার ঘটনায় মৃতের সংখ্যা ক্রমে বাড়ছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত দিল্লির হিংসায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৪। জিটিবি হাসপাতালে আহত আরো সাতজনের মৃত্যু হলে নিহতের সংখ্যা দাঁড়ায় ৩৪ জনে।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল অশান্ত এলাকা ঘুরে দেখবেন বলে জানানো হয়েছে। অবশ্য বুধবার রাতের পর থেকে আর নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটেনি। ইতোমধ্যে আহত ও নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের ঘোষণা দেয়া হয়েছে। নিহতদের দুই লাখ টাকা সরকারি ক্ষতিপূরণ ও আহতদের ৫০ হাজার টাকা দেয়ার ঘোষণা দেয়া হবে বলে জানানো হয়েছে।

সংঘর্ষ হয়েছে এমন এলাকার পরিস্থিতি শান্ত রাখতে সচেষ্ট হওয়ার নির্দেশ দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। বাইরে থেকে কেউ যেন দিল্লিতে প্রবেশ করে পরিস্থিতি আরও উত্তপ্ত করতে না পারে সে ব্যাপারে প্রশাসনকে ব্যবস্থা নিতে বলেছেন তিনি।