ফ্যাসিবাদ বিরোধীদের বিভেদ পতিত স্বৈরাচার ও তার দোসরদের লাভবান করবে – খেলাফত মজলিস
করোনা নিয়ে কুমো-ট্রাম্পের বাগযুদ্ধ!
নিউজ ডেস্ক |
নিউ ইয়র্কের করোনা মহামারী ও তার চিকিৎসা নিয়ে এবার বাকযুদ্ধে জড়ালেন নিউ ইয়র্ক স্টেটের গভর্নর এন্ড্রু কুমো ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্কে ব্যাপকহারে করোনা ছড়িয়ে পড়ার পর থেকেই চিকিৎসা উপকরণ ও সরঞ্জাম সংকট এবং তা মোকাবেলায় ট্রাম্পের ফেডারেল সরকারের উদাসীনতা নিয়ে অভিযোগ করে আসছেন গভর্নর কুমো।
বৃহস্পতিবারও নিয়মিত ব্রিফিংয়ে করোনা সংকট ও ট্রাম্প প্রশাসনের ঘাটতির বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন কুমো। কিন্ত টিভিতে কুমোর এদিনের সংবাদ সম্মেলন দেখে ক্ষেপেছেন ট্রাম্প। কুমোর এসব রক্তব্য পছন্দ হয়নি প্রেসিডেন্ট ট্রাম্পের। তাই ট্রাম্প সরাসরি কুমোকে “কথা কম” বলতে বললেন।
পরে শুক্রবারের ব্রিফিংয়ের সময় সাংবাদিকরা ট্রাম্পের এমন মন্তব্যের বিষয়ে কুমোর প্রতিক্রিয়া জানতে চাইলে কুমো-নিউ ইয়র্কের বাস্তবতা এবং তার অভিযোগের যথার্থতা তুলে ধরে ট্রাম্পকে “টিভি কম দেখে নিজের কাজে বেশী মনোযোগ” দিতে বলেন।
- সূত্র ঃঃ নিউইয়র্ক প্রবাসী সাংবাদিক আবিদুর রহীম