ফ্যাসিবাদ বিরোধীদের বিভেদ পতিত স্বৈরাচার ও তার দোসরদের লাভবান করবে – খেলাফত মজলিস
করগার থেকে মুক্তিও পেয়ে বিপাকে
নিউজ ডেস্ক |
৩১ মার্চ আরিফ (ছদ্মনাম) নামে এক ব্যক্তি পশ্চিম ভারতের একটি জেল থেকে ছাড়া পান। এরপর তিনি চেয়েছিলেন দ্রুত ঘরে ফিরে যেতে। কিন্তু পরের ১৪ দিনে দুটি শহরে তাকে তিনবার আটক করা হয়। একবার তার নিজের বাড়িতে এবং পরেরবার এক সহকর্মীর বাড়ি থেকে। এরপর তাকে গৃহহীনদের জন্য গড়া আশ্রয়কেন্দ্রে রাখা হয়। পরে তিনি সেখান থেকে পালিয়ে যান, আবার বাড়ি ফেরার চেষ্টা করেন এবং বর্তমানে এক বন্ধুর বাড়িতে কোয়ারেন্টিনে আছেন।
৩২ বছর বয়সী আরেক ব্যক্তি, যিনি কিনা ট্যাক্সি চালিয়ে নিজের জীবিকা নির্বাহ করেন। তাকে কোনো ধরনের বিচার ছাড়াই ছয় মাস ধরে পশ্চিম মহারাষ্ট্রের টালোজা জেলে রাখা হয়েছে মোবাইল ফোন চুরির অপরাধে। করোনাকালে জেল থেকে মুক্তি পাওয়ার জন্য বিবেচিত হয়েছিলেন তিনি। কিন্তু তার পরিবার ১৫ হাজার রুপি জোগাড় করতে না পারায় বর্তমানে তাকে জেলেই পড়ে থাকতে হচ্ছে।
কমনওয়েলথ হিউম্যান রাইটস ইনিশিয়েটিভ (সিএইচআরআই) বলছে, আরিফ হচ্ছেন সেই ২২ হাজার কারাবন্দির একজন যাদের করোনার মহামারীরকালে ব্যক্তিগত বন্ড বা বর্ধিত প্যারোলে মুক্তি দেয়া হয়েছে। তার এই গল্পটি বিবিসিকে বলেছে একটি এজেন্সি। যারা কিনা তাকে উঠে দাঁড়াতে সহায়তা করার চেষ্টা করছে। এমনকি চেষ্টা করেও সরাসরি আরিফের সঙ্গে যোগাযোগ করতে পারেনি। যা কিনা ভারতে এ রকম আরো অনেক গল্প লুকিয়ে থাকার বাস্তবতা সামনে আনছে।
সূত্রঃ বিবিসি