শিরোনাম :

  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

কুয়ালালামপুরে প্রবাসী অধিকার পরিষদের নতুন কমিটি গঠনে পরিচিতি সভা

মালয়েশিয়া প্রতিনিধি◾

বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ মালয়েশিয়া শাখার উদ্যোগে গতকাল (১ জানুয়ারি, রবিবার) রাতে কুয়ালালামপুরের ব্রিকফিল্ড এলাকায় নতুন কমিটি গঠন উপলক্ষে এক পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মালয়েশিয়া শাখার সহ-সভাপতি ফয়সাল শেখের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস এম সাফায়ত হোসেন, সাংগঠনিক সম্পাদক তারেকুর রহমান ও মানবাধিকার সম্পাদক মোকাম্মেল হোসেন।

বক্তারা মালয়েশিয়াসহ অন্যান্য দেশে বিভিন্ন দুর্ঘটনায় মারা যাওয়া প্রবাসী বাংলাদেশিদের লাশ রাষ্ট্রীয় খরচে দেশে প্রেরণ, বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধ, অভিবাসন ব্যয় কমানো, প্রবাস ফেরতদের কর্মসংস্থান এবং কাগজপত্রবিহীন প্রবাসীদের বৈধকরণে সরকারের সহযোগিতাসহ ১০ দফা দাবী বাস্তবায়নে বাংলাদেশ সরকারের প্রতি জোর দাবি জানান।

‘এসো এক হই ,অধিকারের কথা কই’ -এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসীদের সচেতন করতে কাজ করে যাচ্ছে।

মালয়েশিয়া শাখা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম ফরিদের সার্বিক তত্বাবধানে আয়োজিত এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন মালয়েশিয়া শাখা কমিটির সাধারণ সম্পাদক শরীফ হোসেন, সাংগঠনিক সম্পাদক এইচ এম হাসান, সহ-সভাপতি আমীর হোসেন, খান তরিকুল, শফিকুল ইসলাম, সহসাধারণ সম্পাদক সামছুল বীন কাদের, শিমুল শেখ, সহ-সাংগঠনিক সম্পাদক মিঠুন, রাশেদুল ইসলাম রাশেদ, আবুল হোসেন, খুরশিদ আলম, মাসুম রেজা ও মনির খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।