শিরোনাম :

  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

জামায়াতের মিছিল-সমাবেশ নিষিদ্ধের আবেদন শুনানীর তালিকায় আসছে

জামায়াত ইসলামী লগো

আদালত প্রতিবেদক ।।

নিবন্ধন নিয়ে মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামায়াতের মিছিল-সমাবেশসহ  রাজনৈতিক কর্মসূচি পালনের ওপর নিষেধাজ্ঞা চেয়ে করা আবেদন আগামী বৃহস্পতিবার (১০ আগস্ট) আপিল বিভাগের কার্যতালিকায় থাকবে। আবেদনকারীর আইনজীবীরা বিষয়টি দ্রুত শুনানির জন্য  উত্থাপন করলে আজ (বৃহস্পতিবার) প্রধান বিচারপতি এ কথা বলেন।

আবেদনের পক্ষের আইনজীবী ব্যারিস্টার তানিয়া আমীর ও সিনিয়র অ্যাডভোকেট আহসানুল করিম বলেন, জামায়াতের মিছিল-সমাবেশ নিষিদ্ধ চেয়ে ও জামায়াতের নেতাদের বিরুদ্ধে আমরা আদালত অবমাননার আবেদন করেছি। এর মধ্যে জামায়াত ৪ আগস্ট সমাবেশের ঘোষণা দিয়েছে। তাই আবেদনটি দ্রুত শুনানি হওয়া দরকার।

তখন প্রধান বিচারপতি বলেন, আগামী বৃহস্পতিবার আবেদনটি কার্যতালিকায় ৩৫ ক্রমিকের মধ্যে থাকবে।