আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগ থেকে ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন
ফাঁসি থেকে রক্ষা শীর্ষ সন্ত্রাসী জোসেফের, মুক্তিতে বাধা নেই
নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর মোহাম্মদপুরে ফ্রিডম পার্টির নেতা মোস্তফা হত্যা মামলায় পুলিশের শীর্ষ সন্ত্রাসীদের তালিকায় থাকা তোফায়েল আহমেদ জোসেফের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আপিল বিভাগ। ২০০৭ সালে হাই কোর্টের মৃত্যুদ-ের রায়ের বিরুদ্ধে জোসেফের করা আপিলে তার সাজা কমিয়ে আজ বুধবার যাবজ্জীবন কারাদণ্ডের এ আদেশ দেন প্রধান বিচারপতি এস কে সিনহা নেতৃত্বাধীন বেঞ্চ। এ মামলার আরেক আসামি কাবিলের আপিল মঞ্জুর করে তাকে খালাস দিয়েছে সর্বোচ্চ আদালত। প্রায় ২০ বছর ধরে কারাগারে রয়েছেন জোসেফ। এই মুহুর্তে জোসেফ মুক্তি পাবেন কিনা এমন প্রশ্নে আসামির আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, এটা কারা কতৃপক্ষ বলতে পারবে। তবে কাবিলকে আদালত খালাস দেয়ায় তার মুক্তিতে কোন বাধা নেই বলে জানান তিনি।