শিরোনাম :

  • বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

মিরপুরে গ্রেপ্তার তিন জেএমবি ছয় দিনের রিমান্ডে

arrrest-handনিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরে জেএমবির আস্তানা থেকে গ্রেফতার ৩ জনকে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শুক্রবার বিকেলে ঢাকা মহানগর হাকিম মাজহারুল ইসলামের আদালতে তাদেরকে উপস্থিত করে ১০ দিনের রিমান্ড আবেদন করে ডিবি পুলিশ। আদালত শুনানি শেষে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করে।

রিমান্ডপ্রাপ্তরা হলেন— ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সেস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ও জেএমবির এ গ্রুপের সমন্বয়কারী মো. আবু সাঈদ ওরফে রাসেল ওরফে সালমান, সাভারের আল-আরাফা ব্যাংকের একটি শাখার পিয়ন ও জেএমবি সদস্য মো. ইলিয়াস ওরফে ওমর ফারুক (২৩) এবং বোমা তৈরির কারিগর মো. মহসিন আলী ওরফে রুবেল (২০)।

এদিকে ওই অভিযানের সময় পাশের ফ্লাট থেকে আটক চারজনের ব্যাপারে যাচাই-বাছাই চলছে বলে ডিবি পুলিশ জানিয়েছে।
রাজধানীর মিরপুর-১ ব্লক-এ এর ৯ নম্বর রোডের একটি বাসায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার তাদের আটক করা হয়। এর পর তাদের বিরুদ্ধে শাহআলী থানায় মামলা করা হয়।

মামলায় উল্লেখিত পালাতক আসামিরা হলেন— ইলেকট্রিক ইঞ্জিনিয়ার ও জেএমবির এ গ্রুপের পরিকল্পনাকারী শাকিল এবং ঢাকা ও আশপাশের এলাকার জেএমবির কমান্ডার মো. সোহেল রানা ওরফে রায়হান ওরফে ইমরান ওরফে হিরণ। এ ছাড়া ৫-৬ জন অজ্ঞাত আসামি রয়েছে এই মামলায়।