শিরোনাম :

  • বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

আত্মসমর্পণের পর মির্জা আব্বাসকে কারাগারে প্রেরণ

Mirza-Abbasনিজস্ব প্রতিবেদক: দীর্ঘ কয়েক মাস পর অবশেষে প্রকাশ্যে এলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস।

রাজধানীর মতিঝিল ও পল্টন থানার পৃথক দুইটি নাশকতার মামলায় বুধবার সকালে ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি।
তবে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত বছরের শুরুতে বিএনপির আন্দোলনের সময় আত্মগোপনে চলে যান তিনি। এরপর আর তাকে প্রকাশ্যে দেখা যায়নি।

আত্মগোপনে থেকেই গত এপ্রিলে দক্ষিণ ঢাকা সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচন করে মির্জা আব্বাস। তবে ব্যাপক কারচুপির অভিযোগ এনে নির্বাচন শুরুর কয়েক ঘণ্টা পরপরই বিএনপি ওই নির্বাচন বর্জন করে। এতে পরাজিত হন আব্বাস।