শিরোনাম :

  • বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

দুই মামলায় এম কে আনোয়ারের জামিন, মুক্তিতে বাধা নেই

m K Anwerনিজস্ব প্রতিবেদকঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারকে নাশকতার দুটি মামলায় ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এসব মামলায় তাঁকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। এতে করে তাঁর মুক্তিতে আর বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

বৃহস্পতিবার বিচারপতি মির্জা হোসাইন হায়দার ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ  এ আদেশ দেন। এম কে আনোয়ারের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন, অ্যাডভোকেট সগীর হোসেন লিয়ন ও জহিরুল ইসলাম সুমন।

জহিরুল ইসলাম সুমন বলেন, ‘সব মামলায় জামিন হওয়ায় এম কে আনোয়ারের মুক্তিতে আর কোনো বাধা নেই।’
মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ২৯ ডিসেম্বের ও ২০১৫ সালের ৫ জানুয়ারি রাজধানীর ওয়ারী থানায় নাশকতার দুটি মামলা দায়ের করে পুলিশ। এসব মামলায় জামিন আবেদন করলে হাইকোর্ট শুনানি শেষে ছয় মাসের জামিন দেন।