শিরোনাম :

  • বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার আবেদন

khaledaনিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা গ্রহণে আজ সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আবেদন জানানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মমতাজ উদ্দিন আহমদ এ আবেদন করেন।

পরে মমতাজ উদ্দিন আহমদ বলেন, রাষ্ট্রদ্রোহের অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে নালিশি মামলা নিতে তিনি (আবেদনকারী) সশরীরে সংশ্লিষ্ট আদালতে আবেদন জমা দিয়েছেন। বেলা ১১টার দিকে আদালতে এ বিষয়ে শুনানি হওয়ার কথা।

মমতাজ উদ্দিন আহমদ বলেন, আবেদনে খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা আমলে নেওয়ার পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানার আরজি জানানো হয়েছে।
‘স্বাধীনতাযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক আছে’—খালেদা জিয়ার এমন মন্তব্যের পর রাষ্ট্রদ্রোহ মামলা করার অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।