সমন গ্রহণ করেননি খালেদা জিয়া, সাঁটানো হলো বাসার ফটকে

Khaleda-1নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা ও বঙ্গবন্ধুকে নিয়ে ‘আপত্তিকর’ বক্তব্যের ঘটনায় দায়ের মামলায় আদালতের জারি করা সমন গ্রহণ করেননি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
মঙ্গলবার সন্ধ্যায় খালেদার বিরুদ্ধে সমন নিয়ে প্রথমে গুলশানের কার্যালয়ে যান সিএমএম আদালতের প্রসেস সার্ভার জাবিদ হোসেন বাচ্চু।
তবে কার্যালয়ে কেউ সমন গ্রহণ না করায় তিনি গুলশানের বাসভবনে গিয়ে নোটিশটি ঝুলিয়ে দেন।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান জাগো নিউজকে জানান, বাসভবনের গেটে সমনের নোটিশ লাগানোর কথা তিনি শুনেছেন। তবে এখনো বিস্তারিত কিছু জানেন না তিনি।

মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে সোমবার দুপুরে ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেটের আদালতে একটি রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করেন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ড. মোমতাজউদ্দিন আহমদ মেহেদী।

পরে বিচারক মো. রাশেদ তালুকদার মামলাটি গ্রহণ করে খালেদা জিয়াকে আগামী ৩ মার্চ আদালতে হাজির হতে সমন জারি করেন। সেই সমন নিয়ে আজ সন্ধ্যায় আদালতের কর্মকর্তারা খালেদার গুলশানের বাসায় আসেন।

Print Friendly, PDF & Email