শিরোনাম :

  • বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

জামিন নামঞ্জুর করে এ্যানিকে কারাগারে প্রেরণ

Aniনিজস্ব প্রতিবেদক: নাশকতার অভিযোগে দায়ের নয়টি মামলায় বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনানের আদালত এই নির্দেশ দিয়েছে।

এর আগে সকালে আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহের মাধ্যমে এ্যানি রাজধানীর পল্টন, মতিঝিল ও সূত্রাপুর থানার নয়টি মামলায় এই আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।
২০১৩ সালে সূত্রাপুর থানায় ও ২০১৫ সালে পল্টন এবং মতিঝিল থানায় এ্যানির বিরুদ্ধে এই নয়টি মামলা করা হয়।