ফ্যাসিবাদ বিরোধীদের বিভেদ পতিত স্বৈরাচার ও তার দোসরদের লাভবান করবে – খেলাফত মজলিস
টঙ্গী থেকে সংঘবদ্ধ ডাকাত চক্রের ৮ সদস্য আটক
টঙ্গী প্রতিনিধি |
গাজীপুরের টঙ্গী থেকে ডাকাতি করার সময় সংঘবদ্ধ ডাকাত চক্রের দুই মূলহোতাসহ ৮ জনকে আটক করেছে র্যাব ১।
মঙ্গলবার (২৮ অক্টোবর) র্যাব ১ সহকারী পুলিশ সুপার মো.সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমাদের কাছে গোপন সংবাদ আসে টঙ্গী এলাকায় সংঘবদ্ধ ডাকাতদের একটি চক্র ডাকাতি করছে। পরে সোমবার (২৭ অক্টোবর) রাত ১২টার দিকে অভিযান চালিয়ে সংঘবদ্ধ ডাকাত চক্রের দুই মূলহোতাসহ ৮ জনকে আটক হয়। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র, গুলি, ডিবি জ্যাকেট, ওয়াকিটকি সেট ও ডাকাতি করা প্রাইভেটকার জব্দ করা হয়।
মো.সালাউদ্দিন বলেন, তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।