শিরোনাম :

  • শনিবার, ৫ জুলাই, ২০২৫

টাকার বান্ডিলের ওপর ঠেস দিয়ে ডিবি কর্মকর্তার ঘুমের ছবি ভাইরাল

নারায়ণগঞ্জ প্রতিনিধি |

পাশে ওয়াকিটকি ও মোবাইল ফোন রেখে অনেকগুলো বান্ডিলের ওপর ঠেস দিয়ে ঘুমিয়ে থাকা অবস্থায় নারায়ণগঞ্জ ডিবি পুলিশের এসআই (উপপরিদর্শক) মো. আরিফুর রহমানের একটি ছবি ভাইরাল হয়েছে। এ নিয়ে স্থানীয় প্রশাসনেও আলোচনা হচ্ছে। এসআই আরিফুল বলছেন, টাকাগুলো ধার নেওয়া ও ছবিটি কয়েক মাস আগের। তবে বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।  

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত থেকে সিদ্ধিরগঞ্জ ও এর আশপাশে এলাকায় কর্তব্যরত ছিলেন এসআই আরিফুর রহমানসহ ডিবি’র একটি দল। বুধবার (৬ নভেম্বর) সকালে সিদ্ধিরগঞ্জে তাদের একটি গাড়ি রাস্তার পাশে পার্কিং করা ছিল। কেউ গাড়ির ভেতরের কয়েকটি ছবি তুলে ফেসবুকে আপলোড করে দেন। এতে দেখা যায়, এসআই আরিফুর রহমান বিপুল পরিমাণ টাকার ওপর ঘুমিয়ে আছেন। এ টাকাগুলোর প্রতিটি বান্ডিল আকারে দেখা যায়। তবে মোট টাকার পরিমাণ জানা যায়নি। পাশে ছিল তার ব্যবহৃত সরকারি ওয়্যারলেস সেট। বুধবার সকাল থেকে ওই ছবিটি ফেসবুকে ভাইরাল হতে দেখা যায়। এ নিয়ে সর্বত্র আলোচনার ঝড় বয়ে যায়।

এ ব্যাপারে ডিবির এসআই মো. আরিফুর রহমান জানান, ‘এ ছবিটা চার থেকে পাঁচ মাস আগের। আমার মা অসুস্থ ছিলেন। আমি আমার এক বন্ধুর কাছ থেকে টাকা ধার নিয়েছিলাম। ইচ্ছা না থাকার পরও ঘুমিয়ে পড়েছিলাম। হয়তো ওই সময় কেউ ছবিটা তুলে ফেলে। প্রায় তিন মাস আগে এ গাড়িটা ব্যবহার করা হয়। এখানে এক লাখ ২০ হাজার টাকা ছিল। এ ছবি কোন এলাকায় সেটা বলতে পারবো না।’

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ‘গাড়িতে টাকার বান্ডিলের ওপর জেলা গোয়েন্দা পুলিশের এসআই আরিফের ঘুমিয়ে থাকার বিষয়টি আমাদের নজরে এসেছে।  টাকার উৎসের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাসা করা হবে। তিনি যদি টাকার উৎসের  সঠিক জবাব দিতে না পারেন তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’