শিরোনাম :

  • রবিবার, ৬ জুলাই, ২০২৫

শাহবাগ থানায় ৫০০ নেতাকর্মির বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক |

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীর হাইকোর্ট এলাকায় অবস্থান কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক ধাওয়া-পাল্টা ও সংঘর্ষ ও গাড়ি ভাঙচুরের ঘটনায় অজ্ঞাত ৫০০ বিএনপির নেতাকর্মীর নামে মামলা হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাজধানীর শাহবাগ থানায় এ মামলা হয় বলে জানিয়েছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান।

তিনি বলেন, বিএনপির কর্মীরা সড়কে আটকে থাকা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। বিএনপি নেতাকর্মীদের এই কর্মসূচি পরিকল্পিত। তারা ভাঙচুর চালানোর জন্য আগে থেকে ট্রাকে করে লাঠিসোটা নিয়ে আসেন। এ কারণে বিএনপির অজ্ঞাত ৫০০ নেতাকর্মীর নামে মামলা হয়েছে।

তবে অন্য সূত্র জানিয়েছে, মামলায় অনেকের নাম থাকলেও তা কৌশলগত কারণে প্রকাশ করা হচ্ছে না। ইতোমধ্যে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতকে গ্রেফতার করা হয়েছে।