শিরোনাম :

  • রবিবার, ৬ জুলাই, ২০২৫

‘এই গ্রেফতার রাষ্ট্রের জন্য চরম লজ্জার’

নিউজ ডেস্ক | জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাতের গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে ফেসবুকে কড়া স্ট্যাটাস দিয়েছেন বিশিষ্ট আইনজ্ঞ ড. তুহিন মালিক। নিচে তা তুলে ধরা হলো।

মহান যুদ্ধের সময় পাকিস্তানি হানাদারের বিরুদ্ধে ঢাকা শহরে গেরিলা আক্রমণ পরিচালনার জন্য জীবন বাজি রেখে লড়াই করা একদল সাহসী তরুণ মুক্তিযোদ্ধা ছিলেন। নাম ছিল ক্র্যাক প্লাটুন। তরুণ এই মুক্তিযোদ্ধারা তখন কিংবদন্তিতে পরিণত হয়েছিলেন। পাঁচ হতে ছয় জনের এক একটি গ্রুপ তৈরী করে “হিট এন্ড রান” পদ্ধতিতে ঝটিকা আক্রমণ করে এই গেরিলা দলটি অপারেশনে অংশ নিতো। ঢাকা শহরে এরা মোট ৮২টি অপারেশন পরিচালনা করেছিলেন। এই গেরিলা দলটিতে যারা ছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন ইশতিয়াক আজিজ উলফাত। যাকে আজ রাত ৩ টায় বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে পুলিশ।

উনার অপরাধ তিনি জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি। গতকাল মুক্তিযোদ্ধা-জনতা সংহতি সমাবেশ করার অপরাধে তাকে গ্রেফতার করা হয়েছে। ক্র্যাক প্লাটুনের কিংবদন্তি একজন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাকে এভাবে গ্রেফতার স্বাধীন এই রাষ্ট্রের জন্য চরম লজ্জা ও অপমানজনক। জাতির এই শ্রেষ্ঠ সন্তানকে এভাবে শুধুমাত্র বিরোধী রাজনৈতিক মতাদর্শের কারণে বিমানবন্দর থেকে ধরে এনে থানায় সোপর্দ করাটা চরম ধৃষ্ঠতারও শামিল।

নিজের জীবন বাজী রেখে দেশকে মুক্ত করা প্রকৃত মুক্তিযোদ্ধারা আজ নিজেদের স্বাধীন দেশেই বন্দি! অথচ যুদ্ধে পলাতক প্রবাসী ফুর্তিবাজরা আজ মুক্তিযোদ্ধা সেজে রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাকে এভাবে নির্যাতন-নিপীড়ন করে যাবে, এটা স্বাধীন বাংলাদেশে কখনই কাম্য হতে পারে না। জাতির এই শ্রেষ্ঠ সন্তানকে অবিলম্বে মুক্তি দিয়ে জাতির ঋণ কিছুটা হলেও পরিশোধের সুযোগ দিন।

>>>> ড. তুহিন মালিকের ফেসবুক স্ট্যাটাস