শিরোনাম :

  • শনিবার, ৫ জুলাই, ২০২৫

ঢাকা সিএমএমের ভার্চুয়াল কোর্টে ৩৪ আসামির জামিন

আদালত প্রতিবেদক |

উচ্চ আদালতের নির্দেশে করোনা কালে শারীরিক উপস্থিতি ব্যাতিত হাজতি আসামিদের জামিন সংক্রান্ত মামলার  নিষ্পত্তি কার্যক্রম ভার্চুয়ালি শুরু করেছে নিম্ন আদালতে। আজ মঙ্গলবার  ঢাকার মহানগর হাকিম আদলাতের চারটি ভার্চুয়াল কোর্টে ২৫ আবেদনে ১৮টি মামলার ৩৪ আসামির জামিন মঞ্জুর হয়।

স্বল্প পরিসরের ভার্চুয়াল আদালতের এ কার্যক্রমে স্বাগত জানান আইনজীবীরা। তবে প্রস্তুতি ছাড়া এমন উদ্যোগে, বিড়ম্বনায় পরছেন বলে অভিযোগ করেন অনেকে।


ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ভার্চুয়াল কোর্টে ২৫টি জামিন আবেদন জমা পড়েছে।

এর আগে সোমবার (১১ মে) হাজতি আসামিদের জামিন শুনানির জন্য ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চারটি ভার্চুয়াল কোর্ট গঠন করা হয়। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) এএম জুলফিকার হায়াত স্বাক্ষরিত নোটিশে এই আদালত গঠনের কথা জানানো হয়।

এদিকে ঢাকা মহানগর দায়রা জজ আদালত জামিন সংক্রান্ত বিষয়সমূহ নিষ্পত্তি করার জন্যও ভার্চুয়াল কোট গঠন করা হয়েছে।মতামত দিন