শিরোনাম :

  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

সাংবাদিক নেতা আলতাফ মাহমুদের শয্যাপাশে বিএফইউজে মহাসচিব এম আবদুল্লাহ

440_nনিজস্ব প্রতিবেদক : গুরুতর অসুস্থ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র সরকারপন্থী অংশের সভাপতি,  সাংবাদিকদের প্রিয় নেতা আলতাফ মাহমুদকে দেখতে শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে যান বিএফইউজে’র মহাসচিব এম আবদুল্লাহ। বিএসএমএমইউর কেবিন ক্লকের ৩১১ নম্বর ভিআইপি কেবিনে চিকিতসাধীন আলতাফ মাহমুদের চিকিতসার খোঁজখবর নেন তিনি। বেশ কিছু সময় তাঁর শয্যাপাশে কাটান এম আবদুল্লাহ। মিসেস আলতাফ মাহমুদের সঙ্গে কথা বলেন। চিকিতসার অগ্রগতি সম্পর্কে তাকে অবহিত করেন মিসেস আলতাফ মাহমুদ।

আলতাফ মাহমুদ নিউরো সার্জারির বিশেষজ্ঞ চিকিতসক অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার অধীনে চিকিতসাধীন আছেন। তার চিকিতসার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান বলেন, সঠিক পরীক্ষা-নিরীক্ষা ও উন্নত চিকিতসার জন্য ইতিমধ্যেই ৬ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি জানান। বৃহস্পতিবার দুপুরে বাসায় তিনি হঠাত অসুস্থ বোধ করলে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্বদ্যিালয় হাসপাতালে ভর্তি করা হয়। তিনি মাথার পেছনে, ঘাড়ে ও দু’হাতে প্রচণ্ড ব্যথা অনুভব করছেন এবং ধীরে ধীরে দু’পা অবশ হয়ে আসছে।