আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগ থেকে ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন
চলে গেলেন সাংবাদিক নেতা আলতাফ মাহমুদ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) একাংশের সভাপতি আলতাফ মাহমুদ আর নেই। রোববার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
এরআগে রোববার (২৪ জানুয়ারি) সকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল মজিদ জানান, আলতাফ মাহমুদের অবস্থা খুবই সংকটাপন্ন। তার চিকিৎসকসহ সবাই এখন নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) আছি।
এই মুহূর্তে হাসপাতালে অবস্থান করছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব ওমর ফারুক। তিনি জানান, আলতাফ মাহমুদকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
এ লাইফ সাপোর্ট রাত সাড়ে ৩টার দিকে দেওয়া হয় বলে জানান আলতাফ মাহমুদের শ্যালক মাসুদ।
গত ১৪ জানুয়ারি স্পাইনাল কডের সমস্যা, মাথার পেছনে ও ঘাড়ে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি আলতাফ মাহমুদ। বিএসএমএমইউ হাসপাতালের ৩১১ নং কেবিনে তার চিকিৎসা চলছে।