• মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

গণতন্ত্র বিকশিত হলেই গণমাধ্যম প্রসারিত হয় : রাষ্ট্রপতি

Hamid-নিজস্ব প্রতিবেদকঃ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন- ‘গণতন্ত্র বিকশিত হলেই গণমাধ্যম প্রসারিত হয়।’ সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘সংবাদ প্রচার ও প্রকাশের ক্ষেত্রে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে।’

আজ বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করতে গিয়ে রাষ্ট্রপতি এমন আহ্বান জানান।

রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, ‘গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আপনাদের নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। মনে রাখতে হবে আপনার দেওয়া একটি সংবাদ বা রিপোর্টের কারণে  ব্যক্তি, প্রতিষ্ঠান বা জাতি যেন কোনোভাবে অহেতুক হয়রানির শিকার না হয়।’

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ঘোষিত নতুন পে-স্কেলের কারণে সাংবাদিকদের সমস্যা হচ্ছে এ কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘সরকার নিশ্চয়ই সাংবাদিকদের এই সমস্যা অনুধাবন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। পত্রিকা ও চ্যানেলের খবর প্রচারের ক্ষেত্রে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়ার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বানও জানান তিনি।

Print Friendly, PDF & Email