ফ্যাসিবাদী রাজনীতি নিষিদ্ধে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার আহ্বান বিশিষ্টজনের
রিলিজিয়াস রিপোর্টার্স ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত
ঢাকা: ধর্মীয় বিটের সাংবাদিকদের সংগঠন রিলিজিয়াস রিপোর্টার্স ফোরামের (আরআরএফ) উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সেগুন বাগিচার বাগিচা হোটেলে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
আরআরএফের সভাপতি শামসুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়জুল্লাহ ভূইয়ার পরিচালনায় ইফতার মাহফিলে খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, মুসলিম লীগের মহাসচিব আবুল খায়ের, ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর সভাপতি মাওলানা ইমতিয়াজ আহমদ, ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়ব, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক রাজু আহমেদ, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালাল উদ্দিন, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আহমাদ আব্দুল কাইয়ুম উপস্থিত ছিলেন।