শিরোনাম :

  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

জাতীয় লেখক পরিষদ গঠিত : মুফতি জহির সভাপতি আবদুল গাফফার সেক্রেটারি

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর মহাপরিচালক মাওলানা জুবায়ের আহমদ চৌধুরী বলেছেন, আর্দশ সমাজ ও দেশ গঠনে আলোকিত মানুষের প্রয়োজন। তিনি বলেন, পবিত্র কুরআন ছিলো বিশ্ব সাহিত্যের উৎস। প্রিয় নবীজির যুগটাই ছিলো সাহিত্যের যুগ। তিনি পৃথিবীর মধ্যে বিশুদ্ধ ভাষি ছিলেন। সাহ্যিত-সাংবাদিকতার ক্ষেত্রে আমাদের তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে।
শনিবার (১৬ নভেম্বর) রাজধানীর পুরানাপল্টনস্থ বাংলাদেশ ফটোজার্নালিষ্ট এসোসিয়েশন মিলনায়তনে জাতীয় লেখক পরিষদের আত্মপ্রকাশ অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

পরিষদের আহবায়ক মুফতি জহির ইবনে মুসলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শায়খুল হাদীস মাওলানা শেখ আজিম উদ্দীন, দৈনিক সরকার পত্রিকার সম্পাদক মাওলানা আব্দুল লতিফ নেজামী, মাসিক আর্দশ নারীর সম্পাদক মুফতি আবুল হাসান শামসাবাদী, লেখক মাওলানা রুহুল আমীন সাদী, প্রফেসর মাওলানা গোলাম রব্বানী, আলী হাসান তৈয়র। সবার খবর সম্পাদক আবদুল গাফফার ও মাইনুদ্দীন ওয়াদুদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মুফতি গোলাম মাওলা, মাওলানা সৈয়দ শামছুল হুদা, মাওলানা শায়খ উছমান গনী, মাওলানা শহিদুল ইসলাম ফারুকী, মাওলানা কামরুল হাসান রাহমানী, মাওলানা ওবায়দুল্লাহ শাকের, মাওলানা রুহুল আমীন নগরী, মুফতি আফজাল হোসাইন, মাওলানা মামুন চৌধুরী, মহিম মাহফুজ প্রমুখ।

অনুষ্ঠানে মুফতি জহির ইবনে মুসলিমকে সভাপতি, আবদুল গাফফারকে সাধারণ সম্পাদক এবং রুহুল আমীন নগরীকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কার্যনিবাহী কমিটি ঘোষণা করা হয়।
উল্লেখ্য, রাজধানীসহ দেশের বিভিন্ন জেলার ১৭১ জন নবীন-প্রবীণ (সদস্য) লেখকদের মতামতের ভিত্তিতে জাতীয় লেখক পরিষদের আনূষ্ঠানিক যাত্রা শুরু হয়। পর্যায়ক্রমে দেশের সকল জেলা/মহানগরে পরিষদের শাখা গঠন করা হবে। অনুষ্ঠানে ’’সূচনাপত্র’’ নামে একটি বিশেষ স্মারক প্রকাশিত হয়।

ঘোষিত পূর্ণাঙ্গ কমিটি ঃ
সভাপতি : মুফতি জহির ইবনে মুসলিম, (মুহাদ্দিস জামিয়া ইসলামিয়া গাওয়াইর, দক্ষিণখান}, সহ-সভাপতি : মাওলানা শহীদুল ইসলাম ফারুকী {রিসার্চ ফেলো, আন্তর্জাতিক ইসলামী ইউনিভার্সিটি মালয়েশিয়া}, সৈয়দ শামছুল হুদা {সম্পাদক নুরবিডিডটকম}, মাওলানা কামরুল হাসান রাহমানী {সহকারী সম্পাদক, মাসিক রাহমানী পয়গাম}, মুফতি শাঈখ মুহাম্মদ উছমান গনী, {নিয়মিত কলাম লেখক, দৈনিক প্রথম আলো}, মুফতি আফজাল হুসাইন{চেয়ারম্যান, ক্যারিয়ার বাংলাদেশ}, মুফতি উবায়দুল্লাহ শাকির{লেখক} ও মুফতি খন্দকার মুজাম্মিল হক { কবি}, সেক্রেটারি আবদুল গাফফার, সম্পাদক, সবার খবর, সহ- সেক্রেটারি : মাওলানা মামুন চৌধুরী, মিডিয়া ব্যক্তিত্ব, মাওলানা আব্দুল আলীম, লেখক -অনুবাদক, মাওলানা আমানুল্লাহ, সাবেক সহকারী সম্পাদক, মুক্ত আওয়াজ, আব্দুস সবুর, লেখক, মাওলানা কামালুদ্দীন ফারুকী, সহকারী সম্পাদক, মাসিক আর রাশাদ।

সাংগঠনিক সম্পাদক : রুহুল রুহুল আমীন নগরী {সম্পাদক, সিলেট রিপোর্ট}, সহ- সাংগঠনিক সম্পাদক : ইশতিয়াক সিদ্দিকী,নপরিচালক, বাংলা বাড়ি, চট্টগ্রাম, নুরুল্লাহ আল মানসুর, সাংবাদিক, সাহিত্য-সংস্কৃতি সম্পাদক : মহিম মাহফুজ (সম্পাদক, আনতারা) সহ সাহিত্য-সংস্কৃতি সম্পাদক : আমিন হানিফ,অর্থ সম্পাদক : মাঈনুদ্দীন ওয়াদুদ, সম্পাদক, তামাদ্দুন টুয়েন্টিফোর ডটকম, দফতর সম্পাদক : মুফতি আশেক হাসান কাসেমী, সম্পাদক, কিশলয়, প্রচার সম্পাদক : মুহাম্মদ বিন ওয়াহিদ, সম্পাদক, ঈশান, সহ-প্রচার সম্পাদক: মুফতি আমিনুল ইসলাম, লেখক, শিক্ষা ও গবেষণা সম্পাদক : মুফতি মুহসিন উদ্দিন বেলালী, লেখক – সংগঠক, প্রশিক্ষণ সম্পাদক : হাফিজুল হক ফাইয়াজ, সাংবাদিক, প্রকাশনা সম্পাদক : মুহিব ইমতিয়াজ, আন্তর্জাতিক সম্পাদক : হাফেজ শাহাদাত হোসাইন( সৌদি আরব) , গণসংযোগ সম্পাদক : মিজান আল মিহাদ, বিভাগীয় সম্পাদক : মাসিক আল হামিদ, পাঠাগার সম্পাদক : আবু সুফিয়ান মানসুর, নির্বাহী সম্পাদক, টাইমস রিপোর্ট, সমাজকল্যাণ সম্পাদক : খাইরুল বাশার, সদস্য: নুর মুহাম্মদ, লেখক, মোঃ মনিরুজ্জামান রাহমানী, সম্পাদক, মাসিক বায়তুল্লাহ, হাফেজ মুহাম্মদ, সম্পাদক, তাকবীর নিউ, আহমাদ শফী আশরাফী, সবার বাংলা।

-খবর বিজ্ঞপ্তির