ফ্যাসিবাদ বিরোধীদের বিভেদ পতিত স্বৈরাচার ও তার দোসরদের লাভবান করবে – খেলাফত মজলিস
বিএফইউজে ও ডিইউজে'র বিবৃতি
সাংবাদিক সাগর চৌধুরীর উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি
নিজস্ব প্রতিবেদক|
সাংবাদিক সাগর চৌধুরীর উপর সন্ত্রাসী হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সভাপতি রুহুল আমীন গাজী ও মহাসচিব এম আবদুল্লাহ এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজের সভাপতি কাদের গনি চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ডিইউজের সদস্য ও ডব্লিউনিউজ.কমের সম্পাদক সাগর চৌধুরী ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার নিজ বাড়িতে অবস্থানকালে তার উপর একদল সন্ত্রাসী অতর্কিত হামলা করে। এতে গুরুতর আহত হন তিনি। বর্তমানে তাকে ভোলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। সাংবাদিকদের উপর এ ধরনের হামলা দুঃখজনক। বিচারহীনতার কারণেই সাংবাদিকদের উপর একের পর এক এ ধরনের হামলা করা হচ্ছে। হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। ডিইউজের দফতর সম্পাদক ডি এম আমিরুল ইসলাম অমরের সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।