ফ্যাসিবাদ বিরোধীদের বিভেদ পতিত স্বৈরাচার ও তার দোসরদের লাভবান করবে – খেলাফত মজলিস
সিনিয়র সাংবাদিক আবু জাফর পান্না আর নেই
নিজস্ব প্রতিবেদক |
আমরা গভীর দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, সিনিয়র সাংবাদিক আবু জাফর পান্না আর নেই। দুদিন আগে স্ট্রোক করে নিওরো সায়েন্স হাসপাতালে ভর্তির পর আজ (১৭ এপ্রিল) বেলা ১টায় পবিত্র জুমার প্রাককালে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। তাঁর গ্রামের বাড়ি ফেনী। সর্বশেষ তিনি ইংরেজি দৈনিক নিউজ টুডেতে নির্বাহী সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন।
আবু জাফর পান্না ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সদস্য ছিলেন। সাদামনের সদালাপী ও সজ্জন মানুষ হিসেবে সাংবাদিকদের খুব প্রিয় সহকর্মী ছিলেন। তার মৃত্যুর খবরে সাংবাদিকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
মৃত্যুর পর পরই তার কফিন আল মারকাজুল ইসলামী বাংলাদেশ এর কাছে হস্তান্তর করা হয়। তারা মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তার জানাজা দাফন সম্পন্ন করে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।
আল্লাহ এই দেশপ্রেমিক গুণী সাংবাদিকের জীবনের ভুল ত্রুটি ক্ষমা করে জন্নাতুল ফেরদৌস নসীব করুন।