ফ্যাসিবাদ বিরোধীদের বিভেদ পতিত স্বৈরাচার ও তার দোসরদের লাভবান করবে – খেলাফত মজলিস
সাংবাদিক আবু জাফর পান্না’র ইন্তেকালে বিএফইউজে-ডিইউজে’র শোক
ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে ও জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সদস্য প্রবীণ সাংবাদিক আবু জাফর পান্না ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজের নেতৃবৃন্দ। ইংরেজি দৈনিক নিউজ টুডের সাবেক নির্বাহী সম্পাদক আবু জাফর পান্না শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর ১টায় রাজধানীর নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। এর আগে গত বুধবার স্ট্রোক করায় তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। দীর্ঘ সাংবাদিতা জীবনে তিনি বাংলাদেশ অবজাভারসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। শোক বিবৃতিতে বিএফইউজে সভাপতি রুহুল আমিন গাজী ও মহাসচিব এম আবদুল্লাহ এবং ডিইউজে সভাপতি কাদের গনি চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম বলেন, আবু জাফর পান্না একজন দক্ষ সাংবাদিক ও দেশ প্রেমিক জাতীয়তাবাদী আদর্শের সৈনিক ছিলেন। তাঁর মৃত্যুতে সাংবাদিকতা জগতে অপূরণীয় ক্ষতি হয়েছে। গভীর শোক ও দু:খ প্রকাশ করে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
-খবর বিজ্ঞপ্তির