ফ্যাসিবাদ বিরোধীদের বিভেদ পতিত স্বৈরাচার ও তার দোসরদের লাভবান করবে – খেলাফত মজলিস
দুই সম্পাদকের বিরুদ্ধে মামলায় সম্পাদক পরিষদের উদ্বেগ
নিজস্ব প্রতিবেদক |
দুটি অনলাইন পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হওয়ায় গভীর উদ্বেগ জানিয়েছে সম্পাদক পরিষদ।
মঙ্গলবার পরিষদের সভাপতি মাহফুজ আনাম ও সাধারণ সম্পাদক নঈম নিজাম স্বাক্ষরিত বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, ঠাকুরগাঁওয়ের বালিডাঙ্গী উপজেলায় ওএমএসের চাল বিতরণ নিয়ে অনিয়মের সংবাদ প্রকাশ করায় বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী ও জাগোনিউজের সম্পাদক মহিউদ্দীন সরকারের বিরুদ্ধে বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। এ ঘটনায় সম্পাদক পরিষদ গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছে।
পাশাপাশি কোনো ধরনের সংশোধনীর সুযোগ না দিয়ে অথবা প্রেস কাউন্সিলে এ ব্যাপারে কোনো অভিযোগ দায়ের ছাড়াই ডিজিটাল নিরাপত্তা আইনের মতো নিবর্তনমূলক আইনে মামলা করার বিষয়টি আরো উদ্বেগের।
করোনা মহামারীর এ পরিস্থিতি মোকাবেলায় সরকারের সঙ্গে গণমাধ্যমও যখন দিন-রাত কাজ করছে, তখন গণমাধ্যমকে হয়রানি ও ভীতি প্রদর্শনের চেষ্টা খুবই দুঃখজনক।
সম্পাদক পরিষদ অনতিবিলম্বে এ মামলা প্রত্যাহার এবং গণমাধ্যমের বিরুদ্ধে এ ধরনের তৎপরতা বন্ধে পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে।