ফ্যাসিবাদ বিরোধীদের বিভেদ পতিত স্বৈরাচার ও তার দোসরদের লাভবান করবে – খেলাফত মজলিস
আলোকিত বাংলাদেশ ও জিটিভি
ডিআরইউ সদস্যসহ গণমাধ্যম কর্মিদের ছাটাই কোনভাবেই মেনে নেয়া যায় না : ডিআরইউ
আলোকিত বাংলাদেশ ও জিটিভির সাংবাদিকদের চাকুরীচ্যুতির নোটিশ প্রদানের ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ
দেশে করোনাভাইরাসের সংকটময় অবস্থার মধ্যে কর্মী ছাটাই না করার সরকারের আহবান উপেক্ষা করে দৈনিক আলোকিত বাংলাদেশ ও গাজী টিভির (জিটিভি) ডিআরইউর সদস্যসহ গণমাধ্যমকর্মীদের চাকুরীচ্যুতের নোটিশ প্রদান করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।
সংগঠনের কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি রফিকুল ইসলাম আজাদ ও সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী আজ শনিবার এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করেন। সংগঠনের দপ্তর সম্পাদক মো. জাফর ইকবাল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মহামারি থেকে নিরাপদে থাকার জন্য সরকারের পক্ষ থেকে ঘরে অবস্থান করার নির্দেশ থাকলেও গণমাধ্যমকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মানছেনা সংবাদপত্রের অনেক মালিক। অনেকে করোনা অজুহাতে ইতোমধ্যে পত্রিকার প্রিন্ট ভার্সন বন্ধ করে দিয়েছে। অনেকে কর্মী ছাঁটাই শুরু করেছে। এতে আগামীদিনে শত শত সাংবাদিকের কর্মহীন হওয়ার শঙ্কা দেখা দিয়েছে, যা খুবই উদ্বেগজনক।
নেতৃবৃন্দ অবিলম্বে চাকুরীচ্যুতির নোটিশ প্রত্যাহারের দাবি জানিয়ে বলেছেন, করোনা দুর্যোগের এই সঙ্কটকালে ডিআরইউ সদস্যসহ গণমাধ্যম কর্মিদের ছাটাই বা চাকুরীচ্যুতি কোনভাবেই মেনে নেয়া যায় না।
ডিআরইউ’র সদস্যদের স্বার্থ রক্ষায় সংগঠন তাদের পাশে দাঁড়াবে এবং উদ্ভুত পরিস্থিতির সকল দায়ভার কর্তৃপক্ষকেই বহন করতে হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন নেতৃবৃন্দ।
উল্লেখ্য, রোজা শুরুর আগের দিনে (২৪ এপ্রিল) আলোকিত বাংলাদেশের ছয় জনের কাছে ই-মেইলে বার্তা পাঠিয়ে চাকুরীচূত্যির নোটিশ প্রদান করা হয়। আরও অনেককে এ ধরণের নোটিশ প্রদান করা হচ্ছে বলে জানা গেছে। একইদিন পূর্ব নোটিশ ছাড়াই গাজী টেলিভিশনের ২ জন নিউজরুম এডিটরসহ কয়েকজন গণমাধ্যম কর্মীকেও চাকুরীচ্যূত করা হয়েছে।