শিরোনাম :

  • বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

সাংবাদিক নেতা আবু জাফর সূর্য সস্ত্রীক করোনা আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক |

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি আবু জাফর সূর্য ও তার স্ত্রী লাভলী আক্তার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন৷

বৃহস্পতিবার (২৮ মে) রাতে নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

আবু জাফর সূর্য বলেন, সম্প্রতি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আমি নমুনা পরীক্ষা করাই৷ করোনার সব উপসর্গ থাকার পরও সেখানে আমার রিপোর্ট নেগেটিভ আসে৷ সেসঙ্গে রিপোর্টটিতে আমার ঠিকানাও ভুল ছিল৷ বিষয়টা আমার খটকা লাগে৷ পরে বুধবার (২৭ মে) আমি ও আমার স্ত্রী লাভলী আক্তার জাতীয় প্রেসক্লাবে নমুনা পরীক্ষা করাই৷ বৃহস্পতিবার আমাদের দুইজনেই পজেটিভ এসেছে৷ আমরা দু’জনই এখন বাসায় আইসোলেশনে রয়েছি৷ বাসায় আমার দুই মেয়ে রয়েছে৷ তাদেরও নমুনা পরীক্ষা করা হবে৷

তিনি তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

জানা যায়, করোনাভাইরাস আক্রান্ত গণমাধ্যমকর্মীর সংখ্যা ২০০ ছাড়িয়েছে। বুধবার (২৭ মে) পর্যন্ত ৭০টি গণমাধ্যমের ২০২ জন কর্মীর করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে করোনায় মৃত্যু হয়েছে দুজনের। করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৪ জন। আর ৪২ জন সুস্থ হয়ে উঠেছেন।

গত ২৮ এপ্রিল দৈনিক সময়ের আলোর সিটি এডিটর ও চিফ রিপোর্টার এবং জ্যেষ্ঠ সাংবাদিক হুমায়ুন কবির খোকনের মৃত্যু হয়। এরপর মারা যান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সিনিয়র সাংবাদিক সুমন মাহমুদ। তার বয়স হয়েছিল ৭০ বছর।

করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া চার সাংবাদিক হলেন- দৈনিক ভোরের কাগজের স্টাফ রিপোর্টার, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আসলাম রহমান, দৈনিক সময়ের আলোর সিনিয়র সাব-এডিটর মাহমুদুল হাকিম অপু, দৈনিক বাংলাদেশের খবরের ফটোগ্রাফার এম মিজানুর রহমান খান এবং সাতক্ষীরায় একটি জাতীয় দৈনিকের স্থানীয় সাংবাদিক আবদুস সালাম ।