শিরোনাম :

  • বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

প্রবীণ সাংবাদিক মাহবুব আলম আর নেই

নিজস্ব প্রতিবেদক |

প্রবীণ সাংবাদিক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য মাহবুব আলম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ শুক্রবার (০৫ জুন) সকাল ৯টা ৩৮ মিনিটে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। তার বয়স হয়েছিল ৬৭ বছর।

তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। রাজধানীর কালশীর সাংবাদিক আবাসিক এলাকায় শুক্রবার বাদ জুমা তার জানাজা সম্পন্ন হবে বলে জানা গেছে।

মাহবুব আলমের পুত্র বাংলানিউজ২৪.কমের স্টাফ রিপোর্টার মিরাজ মাহবুব ইফতি জানিয়েছেন, তার বাবা কর্মীজীবনে ইউএনবি, দৈনিক আজাদ, দৈনিক দিনকাল, দৈনিক সংবাদসহ অনেক গণমাধ্যমে দায়িত্ব পালন করেছেন। এরমধ্যে বেশ কয়েক বছর ধরে তিনি শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন।

সাংবাদিক মাহবুব আলমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী, মহাসচিব এম আবদুল্লাহ। নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।