ফ্যাসিবাদ বিরোধীদের বিভেদ পতিত স্বৈরাচার ও তার দোসরদের লাভবান করবে – খেলাফত মজলিস
পালিয়ে বিয়ে করায় বোনকে পুড়িয়ে মারলো ভাইয়েরা

ঘটনাটি ঘটেছে গত শুক্রবার ভারতের রাজস্থানের ডুঙ্গরপুরে।
জানা গেছে, ২০০৬ সালে এক রাজপুত পরিবারে বিয়ে হয়েছিল ওই মহিলার। কিন্তু বছর কাটতে না কাটতেই গ্রামেরই একটি ছেলের সঙ্গে পালিয়ে যান। তার পর বিয়েও করেন। বিয়ের আগে থেকেই ওই ছেলেটির সঙ্গে তার প্রণয়ের সম্পর্ক ছিল। এরপর কেটে যায় আট বছর।
গত শুক্রবার বাপের বাড়িতে ভাইদের সঙ্গে দেখা করতে আসেন ওই মহিলা। কিন্তু তার জন্য যে ভয়ানক পরিণতি করছিল তিনি স্বপ্নেও কল্পনা করতে পারেননি। নয় বছর আগের পুষে রাখা রাগ তার উপর উগড়ে দিয়েছেন বাপের বাড়ির লোকেরা। প্রথমে ভাইয়েরা সবাই মিলে তাকে ব্যাপক মারধর করেন। তার পর গ্রামের চৌরাস্তার মোড়ে নিয়ে গিয়ে কেরোসিন ঢেলে মহিলার গায়ে আগুন ধরিয়ে দেন। পরে তার দেহ লোপাটের জন্য ওই রাতেই গ্রামের এক প্রান্তে নিয়ে গিয়ে সত্কার করে দেন পরিবারের লোকেরা।
এদিকে এ ঘটনায় পুলিশ ৭ জনকে গ্রেফতার করেছে।