আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগ থেকে ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন
ফোনে কোটি টাকা চাঁদা দাবি করে ব্যবসায়ীকে হুমকি : ‘ঝামেলা করলে পরিবার আপনাকে হারাবে’
নিজস্ব প্রতিবেদক: বিশিষ্ট ব্যবসায়ী, রিয়েল এস্টেট এন্ড হাউজিং এসোসিয়েশনের সাবেক ডিরেক্টর (ফাইন্যান্স) মোহাম্মদ এনায়েতুলøাহর কাছে ফোনে কোটি টাকা চাঁদা দাবি করে অন্যথা প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। পুলিশের তালিকাভ’ক্ত শীর্ষ সন্ত্রাসী শাহাদাতের নামে কোলকাতার একটি মোবাইল নম্বর থেকে এ ফোন করা হয়। এ ঘটনায় ব্যবসায়ী এনায়েত উলøাহ ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভ’গছেন। এ ব্যাপারে তিনি রমনা মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। জিডি নম্বর-১৬৮২, তারিখ ২৭-৯-২০১৭। জিডির তদন্তকারি কর্মকর্তা রমান থানার উপ-পরিদর্শক মহিব্বুলøাহ জানান, যে নম্বর থেকে ফোন করে চাঁদা দাবি করা হয়েছে সেটি ট্র্যাক করে অবস্থান চিহ্নিত করা হয়েছে কোলকাতায়। দেশের ভেতরে না হওয়ায় আমরা কিছু করতে পারছি না।
জিডিতে ব্যাবসায়ী এনায়েতুলøাহ জানান, গত ২৬ সেপ্টেম্বর রাত ১১টা ১২ মিনিটে তার মোবাইল ফোনে +৯১৮৪৩৬৩৮৯২৮৫ নম্বর থেকে ফোন দিয়ে বলা হয়, “ আমি কোলকাতা থেকে শাহাদাত বলছি, আপনি নিশ্চয়ই মোহাম্মদ এনায়েতুলøাহ সাহেব। একজন ভালো ব্যবসায়ী হিসেবে আমি আপনাকে চিনি। আমাকে বাংলাদেশের মানুষ শীর্ষ সন্ত্রাসী শাহাদাত বলে সম্বোধন করে। দয়া করে ভালো চাইলে মোবাইল লাইন কাটবেন না। আমি সহজে কারও ÿতি করিনা। আপনারও ÿতি করতে চাই না। আমার কয়েকজন সহযোগী আগামী ১৫ দিনের মধ্যে আপনার সাথে দেখা করবে। তাদের নিকট এক কোটি টাকা দিবেন। কোন ঝামেলা করবেন না। ঝামেলা করলে আপনার পরিবার আপনাকে হারাবে এবং আপনার পরিবারেরও ÿতি হবে”। ব্যবসায়ী এনায়েত এসময় জবাবে জানান, তার আর্থিক অবস্থা খুবই খারাপ। অর্থাভাবে চিকিৎসা পর্যন্ত করতে পারছেন না। এটা বলে তিনি ফোন কেটে দেন। কিন্তু অপরিচিত নম্বর থেকে আবারও ফোন করে ৮ অক্টোবর রাত দেড়টায় এবং ১৬ অক্টোবর রাত পৌনে একটায় একই পরিচয়ে পূনরায় চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। এতে তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছে।