আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগ থেকে ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন
গরুর সঙ্গে সেল্ফি প্রতিযোগিতা!
প্রতিযোগিতা এবং প্রচারের মাধ্যমে সাধারণ মানুষকে এর অর্থনৈতিক এবং ওষুধ সম্বন্ধীয় গুণ সম্পর্কে সচেতন করে তোলার চেষ্টা করা হচ্ছে। একইসঙ্গে গরু জবাইয়ের বিরুদ্ধেও সচেতনতা বৃদ্ধির চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠন গো সেবা পরিবারের কর্তা।
ভারতে যখন গরু জবাইয়ের ইস্যুটি রাজনৈতিক রূপ পেয়েছে, ঠিক তখন তাদের ‘সেলফি উইথ আ কাউ’ কিংবা ‘কাউফি’ প্রতিযোগিতা যুব সম্প্রদায়ের মধ্যে ভালো সাড়া ফেলেছে।
২০১৫ সালে সংগঠনের পক্ষ থেকে একই করমের একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সেখানে সমাজের বিভিন্ন অংশ থেকে প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন প্রায় ৭০০ জন। এই প্রযোগিতায় অংশ নেওয়ার পদ্ধতিও খুব সোজা।
‘গোসেবা পরিবার’ অ্যাপ ডাউনলোড করে গরুর সঙ্গে সেলফি তুলে পাঠাতে হবে। দিতে হবে প্রতিযোগীর যোগাযোগের নম্বরও। ৩১ ডিসেম্বর পর্যন্ত এই প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে। বিজয়ীর নাম ঘোষণা করা হবে আগামী ২১ জানুয়ারি।