ফ্যাসিবাদী রাজনীতি নিষিদ্ধে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার আহ্বান বিশিষ্টজনের
পুলিশের বাড়াবাড়ি সীমা ছাড়িয়ে গেছে: ড. মিজান
- ৪ ফেব্রুয়ারি, ২০১৬
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরে পুলিশের হামলায় অগ্নিদগ্ধ চা দোকানি বাবুল মাতুব্বরের (৪৫) মৃত্যুর ঘটনায় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেন, পুলিশের বাড়াবাড়ি সীমা ছাড়িয়ে গেছে। এদের চিহ্নিত করে রাখা দরকার বলেও মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার বেলা সোয়া ৩টার দিকে বাবুল মাতুব্বরের মৃত্যুর খবর শুনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
পেশাগত দায়িত্ব পালনে পুলিশ অবহেলা করছে বলেও জানান তিনি।