ফ্যাসিবাদ বিরোধীদের বিভেদ পতিত স্বৈরাচার ও তার দোসরদের লাভবান করবে – খেলাফত মজলিস
রাজনীতিকদের সঙ্গে খালেদার ইফতার
ঢাকা, দেশনিউজ.নেট : প্রতি বছরের মতো এবারও রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে ইফতার করলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
শনিবার (১১ জুন) সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা ইন্টান্যাশনাল কনভেশন সিটির নবরাত্রী হলে রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে বিএনপি চেয়ারপারসন এ ইফতার মাহফিলের আয়োজন করেন।
ইফতার মাহফিলে অংশ নেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, তরিকুল ইসলাম, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, আব্দুল্লাহ আল নোমান, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, অ্যাডভোকেট জয়নাল আবেদিন, ব্যারিস্টার শাহজাহান ওমর, আহমেদ আজম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিলকিস জাহান শিরিন, ডা. সাখাওয়াত হোসেন জীবন, শামা ওবায়েদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, শহিদুল ইসলাম বাবুল, রাজশাহীর মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, খুলনার মেয়র মনিরুজ্জামান মনি, ছাত্রদলের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান প্রমুখ।
এছাড়া ২০ দলের মধ্যে জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, নির্বাহী পরিষদের সদস্য মাওলানা আব্দুল হালিম, কর্মপরিষদের সদস্য মো. সেলিম উদ্দিন, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.)অলি আহমদ, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক, জাতীয় পাটির (কাজী জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গাণি, বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) সভাপতি এএইচএম কামরুজ্জামান খান, এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান ও সাধারণ সম্পাদক জুলফিকার আলী প্রমুখ।
ইফতার মাহফিলে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদের প্রথম স্ত্রী বিদিশা এরশাদ উপস্থিত ছিলেন। এছাড়া কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীরপ্রতীক ও দলটির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার ইফতার মাহফিলে অংশ নিয়েছেন।
এদিকে আমন্ত্রণ জানানো হলেও ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির কোনো প্রতিনিধি খালেদা জিয়ার ইফতার মাহফিলে অংশ নেননি।
এর আগে খালেদা জিয়া সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটে ইফতার মাহফিলে এসে উপস্থিত হন।
ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামণায় বিশেষ মোনাজাত করা হয়।