• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য নাকি মসজিদের মাইকে আযান দেওয়া যাচ্ছে না: খালেদা জিয়া

unnamed_133397ঢাকা: বাংলাদেশের কোনো মানুষের জানমালের নিরাপত্তা নেই উল্লেখ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, অনির্বাচিত এবং স্বঘোষিত প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে সবাই উদ্বিগ্ন। তার নিরাপত্তার জন্য আজকে মসজিদের মাইকে আযান পর্যন্ত দিতে দেওয়া হয়না।

আজ রাজধানীর ইস্কাটন লেডিস ক্লাবে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়া বলেন, ‘আজকে মাইকে মসজিদের আযান পর্যন্ত দিতে দেওয়া হয়না। শেখ হাসিনার নিরাপত্তার জন্য নাকি মসজিদের মাইকে আযান দেওয়া যাবেনা। দেশকে আমরা কোথায় নিয়ে যাচ্ছি।’

শেখ হাসিনার উদ্দেশ্যে খালেদা জিয়া বলেন- ‘এর (মাইকে আযান দিতে না দেওয়া) মতলব কি? এর অন্য কোন উদ্দেশ্য আছে, কোনো নির্দেশ আছে? বাংলাদেশের আযানটা কি শুধু মাইকে দেওয়া যাবে না।’

বর্তমানে শাসকদলের নেতাকর্মীদের হাতে বিভিন্ন ধর্মের মানুষ অত্যাচারিত হচ্ছে বলেও অভিযোগ করেন খালেদা জিয়া।

তিনি বলেন, শুধু মুসলমান নয়, অন্য ধর্মের মানুষের ওপরও নির্যাতন চলছে। ছাত্রলীগ-আওয়ামী লীগ মিলে এ কাজ করছে। ছাত্রলীগ সারাদেশে দখল, অত্যাচার, নারী নির্যাতনসহ সব অপরাধ করে যাচ্ছে। আওয়ামী লীগের লোকদের কিছু বলা হয়না, কিন্তু বিএনপির নেতাকর্মীরা কিছু না করলেও তাদের ধরা হচ্ছে।

ইফতার মাহফিলে বিএনপি নেতাদের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email