• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

বঙ্গবন্ধুর কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

Tungiparaনিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১৫ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ শ্রদ্ধা জানান।

প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদনের পর সমাধিসৌধের বেদীর পাশে কিছু সময় নিরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় তিন বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অর্নার প্রদান করা হয়। বিউগলে বাজানো হয় করুণ সূর।

সাদা কালো শাড়ি পরিহীত প্রধানমন্ত্রীকে শোকার্ত দেখাচ্ছিল। বঙ্গবন্ধুর সমাধি সৌধে সৃষ্টি হয় শোকাবহ পরিবেশ।

পরে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু, বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগষ্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করেন।

রাষ্ট্রীয় এ কর্মসূচীতে কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতি শোক দিবসের শ্রদ্ধা নিবেদন করা হয়। এর পর জাতীয় সংসদের স্পীকার, ডেপুটি স্পিকার, চীফ হুইপ, মন্ত্রী পরিষদের সদস্য, সংসদ সদস্য, ৩ বাহিনীর প্রধানগন শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email