এরশাদের অবস্থা ক্রিটিক্যাল: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা ‘ক্রিটিক্যাল’ বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক। তিনি বলেন, ওনার অবস্থা একটু ক্রিটিক্যাল বলা যায়, গত কিছুটা সময় আগেও যেরকম ছিল, এখন একটু ইমপ্রুভ করেছেন কিন্তু ওভারঅল সিচুয়েশন একটু ক্রিটিক্যাল। এখানে যা যা যতটুকু চিকিৎসা দেয়া সম্ভব সব ধরণের চিকিৎসা দেওয়া আছে। এখন আল্লাহর ইচ্ছা, তার জন্য দোয়া করেন।

সোমবার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) সাবেক রাষ্ট্রপতি এরশাদের চিকিৎসার খোঁজখবর নিতে যান স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক।

এ সময় হাসপাতালে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মসিউর রহমান রাঙ্গাসহ জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।

এরশাদের চিকিৎসা প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখানে তিনি যে চিকিৎসা পাচ্ছেন তার চেয়ে বেশি চিকিৎসা তাকে দেওয়ার কোন সুযোগ নেই। দেশের বাইরে নেওয়ার লম্বা যে একটা জার্নি, সেটা করার মতো শারীরিক অবস্থাও তার নেই। তাই তাকে দেশের বাইরে নেওয়ার কোন চিন্তাভাবনা এখন নেই।

Print Friendly, PDF & Email