ফ্যাসিবাদ বিরোধীদের বিভেদ পতিত স্বৈরাচার ও তার দোসরদের লাভবান করবে – খেলাফত মজলিস
ফোন করে শেখ হাসিনার চিকিৎসার খোঁজ নিলেন ইমরান খান
নিউজ ডেস্ক :
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে তার চোখের চিকিৎসার খোঁজ-খবর নিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
শেখ হাসিনাকে বুধবার (০২ অক্টোবর) টেলিফোন করে কুশল বিনিময় করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চোখের বর্তমান অবস্থার খোঁজ-খবর নেন তিনি।
শেখ হাসিনা চোখের চিকিৎসার খোঁজ-খবর নেওয়ার জন্য ইমরান খানকে ধন্যবাদ জানান।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ কথা জানান।
গত ২২ জুলাই লন্ডনের একটি হাসপাতালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাম চোখে অপারেশন করা হয়। এরপর দেশেও কয়েক দফায় চোখের ফলো-আপ করান তিনি।