শিরোনাম :

  • বুধবার, ২ এপ্রিল, ২০২৫

জাতিসংঘ টিমের ভাসানচর পরিদর্শন স্থগিত

নিউজ ডেস্ক |

জাতিসংঘ টিমের ভাসানচর পরিদর্শন স্থগিত করা হয়েছে। তবে সেটি অনির্দিষ্ট কালের জন্য কী না তা নিশ্চিত হওয়া যায়নি। রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক পরিচালক গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তার ভাষ্য মতে, ১৭ নভেম্বর থেকে ১৯ নভেম্বর সফরটি হওয়ার কথা ছিল। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সঙ্গে জাতিসংঘের ঢাকাস্থ আবাসিক সমন্বয়কারীর দপ্তরের আলোচনায় এটি ঠিক হয়েছিল। দু’একদিন আগে সফরটি স্থগিত হয়ে গেছে। তবে কোন পক্ষ এটি স্থগিত করেছে তা জানা সম্ভব হয়নি।
রোহিঙ্গাদের স্থানান্তরের জন্য ভাসানচর উপযোগী কি-না? তা যাচাইয়ে জাতিসংঘের টেকনিক্যাল কমিটির একটি প্রতিনিধি দলের চরটি পরিদর্শনের কথা ছিল।
এ নিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও খবর হয়েছিল। কিন্তু এটা নিশ্চিত যে শেষ পর্যন্ত সফরটি হচ্ছে না। উল্লেখ্য, ভাসানচরে রোহিঙ্গাদের স্থানান্তরের পরিকল্পনাও জাতিসংঘ টিমের মূল্যায়ন রিপোর্ট না পাওয়া পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। সরকারের ওই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিশ্বের ৩৯টি মানবাধিকার সংগঠন প্রধানমন্ত্রী বরাবর চিঠি পাঠিয়ে আনুষ্ঠানিকভাবে সরকারকে ধন্যবাদ জানিয়েছে।