ফ্যাসিবাদী রাজনীতি নিষিদ্ধে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার আহ্বান বিশিষ্টজনের
এফআর টাওয়ার জালিয়াতি: সুপ্রীম কোর্টে তিন আসামির জামিন
আদালত প্রতিবেদক: সুপ্রিম কোর্ট আজ ২৩ তলা এফআর টাওয়ার ডিজাইন জালিয়াতির মামলার তিন আসামির জামিন মঞ্জুর করেছেন। এর ফলে আসামীদের জেল থেকে বেরিয়ে আসতে আর কোনও বাধা রইল না।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এই মামলায় জামিন চেয়ে আসামিদের দায়ের করা পৃথক তিনটি আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন।
অভিযুক্তরা হলেন: এফআর টাওয়ারের জমির মালিক সৈয়দ মোঃ হোসেন ইমাম ফারুক, রাজউকের প্রাক্তন পরিদর্শক মোঃ আওরঙ্গজেব সিদ্দিক নান্নু এবং এর প্রাক্তন উপ-পরিচালক (এস্টেট) মোঃ শওকত আলী।
এই বছরের মার্চ মাসে এফআর টাওয়ারের ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৫ জন মারা গিয়েছিল এবং ৩ জন আহত হয়েছে।
এর আগে ১৭ নভেম্বর হাইকোর্টের একটি আদেশের পর আসামীগণ ঢাকার একটি আদালতে আত্মসমর্পণ করলে আদালত তিন আসামিকে কারাগারে প্রেরণ করেছে।
আসামির আইনজীবী অ্যাডভোকেট এ এম আমিনউদ্দিন বলেছেন, সুপ্রীম কোর্টের আদেশ কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর পরে আসামীরা জেল থেকে মুক্তি পাবেন।
এ মামলায় অ্যাডভোকেট খুরশিদ আলম খান দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে মামলা পরিচালনা করেন।