বায়ু দূষণ কমাতে ১৫ দিনের মধ্যে অবৈধ ইটভাটা বন্ধ করুন: হাইকোর্ট

আদালত প্রতিবেদক: হাইকোর্ট বায়ু দূষণ হ্রাসের জন্য ১৫ দিনের মধ্যে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, মুন্সীগঞ্জ ও মানিকগঞ্জ – এই পাঁচটি জেলার অবৈধ ইটভাটা বন্ধ করার জন্য সরকারকে নির্দেশ দিয়েছে।

একই সঙ্গে আদালত ঢাকা মহানগরী ও আশেপাশের বায়ু দূষণ কমাতে গাইডলাইন প্রণয়নের জন্য পরিবেশ সচিবের নেতৃত্বে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠনের জন্য সরকারকে নির্দেশ দিয়েছে।

কমিটির সদস্যদের মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, ওয়াসা, বিআরটিএ, ডেসকো এবং অন্যান্য সংস্থার প্রতিনিধিরা অন্তর্ভুক্ত থাকবে।
গঠিতব্য কমিটিকে আগামী বছরের ৫ জানুয়ারির মধ্যে একটি প্রতিবেদন আদালতে জমা দিতে বলা হয়েছে।

বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চে মানবাধিকার ও পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেন।

এয়ার ভিজ্যুয়াল নামক একটি বায়ু মান পরিমাপের অ্যাপ্লিকেশন অনুসারে গতকাল ঢাকার বাতাসের গুণমান বিশ্বের সবচেয়ে দূষিত ছিল।

Print Friendly, PDF & Email