শিরোনাম :

  • শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

দেশে নতুন করে ৬ জনের মৃত্যু, আক্রান্ত আরো ৯৪

নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত আরো ছয় জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নতুন করে ৯৪ জন আক্রান্ত হয়েছেন। আজ শুক্রবার বেলা আড়াইটায় স্বাস্থ্য অধিদপ্তরের করোনা সংক্রান্ত নিয়মিত বুলেটিনে এ কথা জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইইডিসিআর) পরিচালক মীরাজাদী সেব্রিনা ফ্লোরা এসব তথ্য জানান।

তিনি বলেন, বিগত ২৪ ঘণ্টায় ১১৮৪ জনের নমুনা সংগ্রহ নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে নতুন করে ৯৪ জনকে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪২৪ জন।

আইইডিসিআর পরিচালক আরো বলেন, উল্লিখিত সময়ে দেশে নতুন করে ছয় জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পাঁচ জন পুরুষ এবং এক জন নারী। এ নিয়ে দেশে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৭ জন। গত ৮ মার্চ দেশে করোনা রোগী শনাক্ত হয়।

বুলেটিনে বলা হয়, নতুন যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৭। এর মধ্যে যাত্রাবাড়ী এলাকার পাঁচ জন। এ ছাড়া নারায়ণগঞ্জের বাসিন্দা ১৬ জন। ইতোমধ্যে নারায়ণগঞ্জকে দেশের করোনাভাইরাসের প্রাদুর্ভাবের হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে।