দেশে আরো ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৫৮
নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় দেশে মরণঘাতী করোনাভাইরাসে আরো তিন জনের মৃত্যু হয়েছে। নিয়ে মোট ৩০ জনের মৃত্যু হলো। এ ছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৮ জন। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা সংক্রান্ত নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ৯৫৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৫৮ জনকে নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়। এ নিয়ে মোট ৪৮২ জন ভাইরাসটিতে আক্রান্ত হলেন।
স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, উল্লিখিত সময়ে দেশে আরো তিন জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩০ জনে।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এ পর্যন্ত দেশে চিকিৎসা নিয়ে ৩৩ জন সুস্থ হয়েছেন।
করোনার বিস্তার ঠেকাতে ইতোমধ্যে দেশে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি এবং যাবতীয় শিক্ষাপ্রতিষ্ঠান ও যানবাহন চলাচল বন্ধ রয়েছে।