শিরোনাম :

  • শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

আরো ৪ জনের মৃত্যু, মোট আক্রান্ত বেড়ে ৬২১

নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত আরো চার জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ৩৪ জনের মৃত্যু হলো। এ ছাড়া একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩৯ জন। ফলে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬২১ জন।

আজ রোববার বেলা আড়াইটায় স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। অধিদপ্তরের আওতাধীন জাতীয় রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরাজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।

বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৩৪০ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ১৩৯ জনকে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়। এ নিয়ে আক্রান্ত বেড়ে হয়েছে ৬২১ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত আরো চার জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট ৩৪ জনের মৃত্যু হলো। গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়।

করোনাভাইরাসের ভয়াবহতা থেকে রক্ষা পেতে সবাইকে ঘরে থাকার পরামর্শ দেন আইইডিসিআরের পরিচালক সেব্রিনা ফ্লোরা।