ফ্যাসিস্টবিরোধী জাতীয় ঐক্যকে শক্তিতে পরিণত করতে হবে – সালাহউদ্দিন
আরও ৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২১৯
- ১৫ এপ্রিল, ২০২০
নিজস্ব প্রতিবেদক |
দেশে নভেল করোনাভাইরাস বা কভিড-১৯ এ আক্রান্ত আরও চার জন মারা গেছেন। এ ছাড়া নতুন করে ২১৯ জনের দেহে এই ভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে।
বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানানো হয়। নিজের বাসা থেকে এতে যুক্ত হন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
নতুন ৪ জন সহ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫০ জনে এবং নতুন শনাক্ত ২১৯ জনসহ মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ হাজার ২৩১ জনে।

