আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগ থেকে ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন
রমজানে ঘরে বসে তারাবি নামাজ পড়ার আহবান
নিউজ ডেস্কঃ সৌদি আরবের উদাহরন টেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রমজান মাসে তারাবি নামাজ ঘরে বসে পরার আহবান করেছেন। এসময় তিনি বলেন, ঘরে থাকার কারনে প্রার্থনা করার বেশি সুযোগ তৈরি হয়েছে। এসময় সবাইকে বেশি বেশি প্রার্থনা করার আহবান জানান।
আজ (১৬ এপ্রিল) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাস ভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে দেশের সার্বিক বিষয়ে আলোচনা করার সময় এসব কথা বলেন। এসময় সরকার প্রধান সবাইকে একসাথে এই প্রাণঘাতী ভাইরাস মোকাবিলায় এগিয়ে আসার আহ্বান জানান।
খাদ্য সংকট দেখা দিলে সরকার কিভাবে কাজ করবে না নিয়ে পরিকল্পনা করছে সরকার। এছাড়া নতুন করে ৫০ লক্ষ মানুষকে দেয়া হবে রেশন কার্ড।