আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগ থেকে ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন
নতুন এমপিওভুক্ত কারিগরি ও মাদ্রাসার তালিকা প্রকাশ
নিজস্ব প্রতিবেদক |
নতুন এমপিও পাওয়া ৯৮২টি কারিগরি ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করা হয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এমপিও কোড দেওয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। শুক্রবার (১ মে) কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদফতরের মহাপরিচালকদের এই নির্দেশ দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কারিগরি ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানের প্রকাশিত তালিকায় যেসব প্রতিষ্ঠানের নাম ছিল সেগুলো চূড়ান্ত তালিকায় স্থান পায়নি। বাদ পড়া প্রতিষ্ঠানের জন্য রিভিউ আবেদনের সুযোগ দিয়েছে মন্ত্রণালয়।
আদেশে বলা হয়েছে, নতুন এমপিওভুক্তির ক্ষেত্রে চূড়ান্ত তালিকায় বিবেচিত হয়নি অথচ প্রাথমিক তালিকায় নাম ছিল এমন প্রতিষ্ঠান আগামী ৩০ দিনের মধ্যে রিভিউ আবেদন করতে পারবে। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, কারিগরি শিক্ষা অধিদফতর ও মাদ্রাসা শিক্ষা অধিদফতরের মহাপরিচালক বরাবর যুক্তিসঙ্গত কারণ ও কাগজপত্রসহ অনলাইনে (secretary@tmed.gov.bd/techedu09@gmail.com/ dgdmeb@gmail.com) আবেদন করতে পারবে তারা।