আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগ থেকে ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন
ছুটি বাড়লো ১৫ মে পর্যন্ত
নিজস্ব প্রতিবেদক |
করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে চলমান সাধারণ ছুটি ফের বাড়ছে। এবার আগামী ১৫ মে পর্যন্ত ছুটি বাড়ানো হচ্ছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হবে যে কোন সময়।
সরকারের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি নাম প্রকাশ করতে চাননি। আগের ঘোষণা অনুযায়ী ছুটি শেষ হচ্ছে মঙ্গলবার (৫ মে)।
ওই কর্মকর্তা বলেন, ‘ছুটি আগামী ১৫ মে পর্যন্ত বাড়ানো হচ্ছে। নির্দেশনা আগের মতোই থাকবে, তবে নতুন করে দু-একটি নির্দেশনা আসতে পারে। সেগুলো যখন প্রজ্ঞাপন হবে তখনই জানা যাবে।’
ছুটি বাড়ানোর প্রজ্ঞাপন রোববার (৩ মে) বিকেলে বা সোমবার (৪ মে) সকালের দিকে জারি হতে পারে বলেও জানান ওই কর্মকর্তা।