আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগ থেকে ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন
বিএনপি নেতা সাবেক এমপি এম এ মতিন আর নেই
নিজস্ব প্রতিবেদক |
হাজীগঞ্জ-শাহরাস্তি (চাঁদপুর-৫) আসনের চারবারের সাবেক এমপি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য প্রবীণ রাজনীতিক এম এ মতিন আর নেই।
মঙ্গলবার সকাল ৯টা ৫ মিনিটে রাজধানীর উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি… রাজিঊন)।
এম এ মতিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি বলেন, প্রবীণ এই রাজনীতিকের শূন্যস্থান কখনোই পুরণ হবার নয়।
মানিক জানান, বর্তমান পরিস্থিতির কারণে এম এ মতিনের মরদেহ চাঁদপুর আনা হবে না। হাজীগঞ্জে তার গ্রামের বাড়িতে তাকে দাফন করা হবে।
তার এলাকার লোকজন জানান, এম এ মতিনের বাড়ি হাজীগঞ্জ পৌর এলাকার টোড়াগড় এলাকায়। প্রবীণ এই রাজনীতিবিদ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।